সোনারগাঁয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

সোনারগাঁয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন


 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাবদী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহত ওমর ফারুক খোকা (২৮) আলাবদী এলাকার মৃত জাহের আলীর ছোট ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক। অভিযুক্ত বড় ভাই আক্তার হোসেন (৪০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।


নিহতের বোন আরিফা আক্তার জানান, বাবার মৃত্যুর পর দুই ভাই আলাদা বাড়িতে থাকতেন। শুক্রবার সকালে বাড়ির ডাব পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে বড় ভাই আক্তার হোসেন ঘর থেকে ছুরি এনে ছোট ভাই খোকার সঙ্গে ধাক্কাধাক্কি করেন। এ সময় ছুরিটি খোকার বুকে গিয়ে লাগে। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।


ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ-খ সার্কেলের এসপি আসিফ ইমাম ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেন।


পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন,

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাব পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের হাতাহাতির এক পর্যায়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


স্থানীয়দের ভাষ্য, পারিবারিক কলহে এমন মর্মান্তিক ঘটনা ঘটবে তা কেউ কল্পনাও করেননি। গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages