সোনারগাঁয়ে ছাত্র হত্যার আসামী আনোয়ার বেপরোয়া, হত্যা চেষ্টার অভিযোগ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ৯ আগস্ট, ২০২৫

সোনারগাঁয়ে ছাত্র হত্যার আসামী আনোয়ার বেপরোয়া, হত্যা চেষ্টার অভিযোগ



 

সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আ'লীগের রাজনীতিতে স্বক্রীয় ছাত্র হত্যা মামলার আসামী আনোয়ার হোসেনের বিরুদ্ধে এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।  


শনিবার (৯ আগষ্ট) সকালে ভুক্তভোগীর বাবা নুর হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন৷ এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 



ভুক্তভোগীর বাবা নুর হোসেন অভিযোগের বরাত দিয়ে বলেন,  উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদি এলাকায় আ'লীগের রাজনীতিতে স্বক্রীয় ছাত্র হত্যার আসামী আনোয়ার হোসেন দীর্ঘদিন অদৃশ্য শক্তির বলে প্রশাসনের নাকের ডগায় ঘুরে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে৷ গত কয়েক মাস ধরেই রাজনৈতিক কোন্দলের কারনে আমার ছেলে আসিফ ও শাকিলকে প্রাণনাশের হুমকি প্রদান করে। এরি ধারাবাহিকতায় গতকাল রাতে আমার ছেলেকে ডেকে নিয়ে আনোয়ার হোসেন, বাবু,জয় ও নাসিমা রাস্তায় ফেলে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে হত্যা চেষ্টা করে। এসময় আমার ছেলের সাথে থাকা নগদ ৩০ হাজার টাকা ও তার এবং তার বন্ধুসহ দু'টি মোবাইল ফোন যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা নিয়ে যায়। পরে ছেলে ও তার বন্ধুর ডাক চিৎকার শুনে এলাকাবাসী খবর দিলে তাদের উদ্ধার করতে গেলে আনোয়ার হোসেনসহ তার পেটুয়া একদল সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর হামলা করে পালিয়ে যায়। 


ভুক্তভোগী আসিফের বাবা আরও বলেন, ছাত্র হত্যার আসামী হয়েও এখনো লোকচক্ষুর সামনেই ঘুরাফেরা করছে। তাদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানাই।  


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages